ওয়েব ডেস্ক, ২৬ আগস্ট : 'বিবিধের মাঝে দেখ মিলন মহান'- ভারতবর্ষের জাতীয় ঐক্যের সুর বুকে নিয়েই শুরু হয়েছিল পথ চলা বেলডাঙ্গা থানা প্রশাসন আয়োজিত সম্প্রীতি কাপ (নক-আউট) ফুটবল টুর্নামেন্ট ২০১৪ সাল থেকে। টুর্নামেন্টের প্রথম সুচনা করেছিলেন তৎকালিক ওসি জামানউদ্দিন সাহেব। এবারে তার তৃতীয়বর্ষ। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তার শুভ সূচনা হল বেলডাঙ্গা বড়ুয়া যুবক সংঘের মাঠে ২৬ আগস্ট শুক্রবার দুপুরে। মাঠ ও গ্যালারিতে কানায় কানায় ভর্তি ফুটবল প্রেমী মানুষে উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ঘোষণা করলেন বেলডাঙ্গা থানার বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিক মৃণাল সিনহা। বেলডাঙ্গা ব্লক-১ এলাকার বিভিন্ন অঞ্চলের ৩২টি দল খেলায় অংশগ্রহণ করছে মূলপর্বে। খেলা হবে নক-আউট পর্যায়ে। চলবে টানা ১ মাস ধরে। প্রথম রাউন্ড ও কোয়াটার ফাইনালের খেলা হবে দুটি পর্যায়ে মোট ৬০ মিনিটের। সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবে দুটি পর্যায়ে মোট ৯০ মিনিটের। খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড় বেলডাঙ্গা ব্লক-১ এর বাসিন্দা। প্রতিদিন একই মাঠে দুটি করে খেলা হবে। খেলাগুলি বিভিন্ন মাঠে হলেও বেশির ভাগ খেলা হবে বড়ুয়া যুব সংঘের মাঠে।
দিনের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় বেলডাঙ্গা থানা একাদশ বনাম কাজিসাহা রোহিনী সংঘ মধ্যে। ১/০ গোলে কাজিসাহা রোহিনী সংঘ জয়লাভ করে। গোল করে রামিজ সেখ। অপর ম্যাচটি হয় মহুলা বিবেকানন্দ সমিতি বনাম কাপাসডাঙা নবদিগন্ত ক্লাবের মধ্যে। ১/০ গোলে জয়লাভ করে মহুলা বিবেকানন্দ সমিতি। গোল করে সমীর মণ্ডল।
এই ফুটবল টুর্নামেন্ট বেলডাঙ্গা এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি ঐক্যের দৃঢ়তার পাশাপাশি যুবসমাজের মধ্যে ফুটবল প্রতিভার বিকাশের উন্নতিতে সাহায্য করবে।



No comments:
Post a Comment