ওয়েব ডেস্ক, ২৭ আগস্ট : ভয়ঙ্কর অগ্নকান্ডের
সাক্ষী থাকল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল। অগ্নিকান্ডের জেরে মৃত ১ শিশুসহ
মোট ৩ জন। আহত বহু।
স্থানীয় সূত্রে খবর আনুমানিক বেলা
১১টার পর হাসপাতালের দোতলায় ভি আই পি কেবিনে প্রথম আগুন লাগে। এই কেবিনের উপরেরই
ছিল শিশু বিভাগ। সেখানে গুরুতর অসুস্থ্য শিশু, সদ্যজাতরা চিকিৎসাধীন ছিল। আগুন
লাগতেই আতঙ্কিত হয়ে রোগী, চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা ছোটাছুটি শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা উদ্ধার কার্য শুরু করেন। পরে দমকলের দুটি ইঞ্জিন আগুন
নিয়ন্ত্রণে আনে। তাড়াহুড়ো করে বের হতে গিয়ে বেশ কয়েকজনের হাত পা ভেঙেছে। এছাড়া
আগুনের তাপ ও ধোঁয়াতে প্রায় ৫০ – ৬০ জনের মতো আহত হয়েছেন। বেশ কিছু ওয়ার্ডের দরজা
বন্ধ থাকায় রোগীদের উদ্ধার করতে সমস্যায় পড়তে হয়। তখন কাঁচ ভেঙে বা গাছে উঠে আটকে
পড়া রোগীদের বের করা হয়। ঘন্টা দুয়েকের চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রনের মধ্যে
এলে রোগীদের আবার ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়।
রাজ্য সরকার মৃত পরিবারকে ২ লক্ষ
টাকা ক্ষতিপূরণ এবং আহত রোগীদের চিকিৎসার খরচ সম্পূর্ণ বহন করবে। গোটা ঘটনার সি আই
ডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার জন্য মালদা থেকে একটা মেডিক্যাল
টিম আনার কথাও ঘোষণা করা হয়েছে।


No comments:
Post a Comment