ওয়েব ডেস্ক, ১৯ জুলাই : গত ১৪ জুলাই থেকে রাজ্যজুড়ে চলছে 'বনমহোৎসব' সপ্তাহপালন কর্মসূচি। ‘চলো যাই সবুজের সন্ধানে’-এই স্লোগানকে সামনে রেখে এবারে এগিয়ে এলো বেলডাঙ্গা দারুল হাদীস সিনিয়র মাদ্রাসা। মাদ্রাসার এবছর ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে যে বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার মধ্যে বৃক্ষ রোপণের উদ্দেশ্যে চারাগাছ বিতরণ অন্যতম। আজ তার শুভ সূচনা করলেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ড. হায়াতুল্লা আজহারি। সেগুন, মেহগুনি, আকাশমনি ইত্যাদি মিলে বেশ কিছু চারাগাছ তুলে দিলেন ছাত্রছাত্রীদের হাতে। মাদ্রাসার এই কর্মসূচিতে মোট ৪০০ চারাগাছ বিতরণ করা হবে, তার মধ্যে আছে নারকেল, আম, পিয়ারা, লেবু ইত্যাদি। মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মোহাঃ নুরুল ইসলাম মিয়া বলেন- 'গাছ দিয়েই আমাদের দায়িত্ব শেষ নয়। গাছগুলি ঠিক মতো লাগিয়েছে কিনা, পরিচর্যা হচ্ছে কিনা সেবিষয়ে আমরা নিয়মিত খোঁজখবর নেব।' গাছ পেয়ে ছাত্রছাত্রীরা খুব খুশি। তিনি আরও বলেন- 'একটি গাছ কাটার আগে দুটি গাছ লাগাতে হবে এবং আরও পাঁচটি গাছ লাগাবার কথা ভাবতে হবে, তবেই এই পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।'


No comments:
Post a Comment