পুরুলিয়া, ২২ জুলাই : বোকারো-বর্ধমান-আসানসোল প্যাসেঞ্জার ট্রেনে নিমি কেওড়া নামে এক মহিলাকে চুরি করার সময় হাতেনাতে ধরলেন ট্রেন যাত্রীরা। জানা যায় আজ ওই ট্রেনে এক মহিলার ব্যাগ থেকে নিমি কেওড়া দুটি সোনার কানের(Nos Gold) চুরি করে পালাচ্ছিল। সেই সময় ওই মহিলা এবং ট্রেন যাত্রীরা ছিনতাইকারিনীকে হাতেনাতে ধরে ফেলে। তারপর ট্রেনে কর্তব্যরত জি.আর.পি. ও আর.পি.এফ-কে জানানো হলে সঙ্গে সঙ্গে আদ্রা জি.আর.পি. সেই ছিনতাইকারীকে গ্রেফতার করেন। জি.আর.পি. ওসি বুদ্ধদেব কুণ্ডু জানান - ওই ছিনতাইকারিনী মহিলার নাম নিমি কেওড়া (২২)। সে আদ্রা মণিপুর ঝুপড়ি বসতিতে থাকতো।


No comments:
Post a Comment