অবশেষে বৃষ্টি। যার জন্য হাপিত্যেশ, সে এসে গেছে। গরমে দু-দন্ড শান্তি দেওয়ার বনলতা বেশ কিছুদিন থাকবেন বলেই খবর। ধোঁয়া-ধুলো ধোয়া চারদিক তরতাজা। তার সাথে সূর্যহীন নরম আলো। প্রকৃতির এই রূপ চোখের পক্ষেও তৃপ্তিকর। স্বভাবতই সেই তৃপ্তির প্রতিচ্ছবি দেখা যায় মনে। বৃষ্টি ছন্দে হৃদয় তাই পেখম মেলবেই। মেলেও। এইসময় হৃদয়ের ফুলগুলি ফোটার সময়। সুতরাং সেইসব নানারকম অঙ্কুর ভেজা-মাটিতে পাখা মেলার চেষ্টায়। আসুক আলো। আসুক বাতাস। তাকে ঘিরে ফুল। তাকে ঘিরে পাখি। সবার ভালোবাসায় হৃদয়ের সেই পল্লবিত সুকুমার ইচ্ছেরা সুন্দর পৃথিবীতে হোক যাযাবর। ধারাস্নাত ঘোর বর্ষায় আমরা সবাই কমবেশি পরিব্রাজক হয়ে উঠছি। বাইরে বৃষ্টি। কথকতা থাক। সবার হৃদয় হোক বর্ষানামা, বর্ষামঙ্গল।


No comments:
Post a Comment