06 June 2016

লরির ধাক্কায় বেলডাঙ্গায় মৃত ১, আহত ১


আমতলা থেকে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত ১ মহিলা ও আহত তার ছেলে। ঘটনাটি ঘটেছে ৬ জুন সোমবার সন্ধ্যা ৭ টায় বেলডাঙ্গা রেলগেটে। মৃত মহিলার নাম জয়বন বেওয়া(৫০) ও তার ছেলে হাসেম আলী। তাদের বাড়ি বেলডাঙ্গার জালালপুর গ্রামে। স্থানীয় সুত্রে জানা গেছে, জয়বন বেওয়া তার ছেলের সঙ্গে বাইকে করে আমতলা থেকে বাড়ি ফিরছিল। ফেরার পথে বেলডাঙ্গা রেলগেট বন্ধ থাকায় সেখানে দাঁড়াতে হয় তাদের। ট্রেন চলে গেলে রেলগেট তুলে দিলে সেই ভীড়ের মধ্যে হঠাৎ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে পরে যায় মা ও ছেলে। ঘটনাস্থলে মারা যায়  জয়বন বেওয়া এবং গুরুতর আহত অবস্থায় হাসেম আলীকে বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, সে এখন চিকিৎসাধীন। পুলিশ গাড়ির চালক ও খালাসি সহ গাড়িটিকে আটক করেছে।

2 comments:

  1. Ota relgate hoy ni ota hoy che nazrul pally mondir ar kache ..... valo kore jene likhben ok ar ota 7tar somoy hoy ni ota hoyche 5.40 P.M ar dike .....

    ReplyDelete
  2. Please try to published update news.

    ReplyDelete