বেলডাঙ্গায় পাটের জমি থেকে পুলিশ উদ্ধার করলো এক মৃত দেহ। নাম ফনি সেখ ( ৫০), বাড়ি বেলডাঙ্গার জানকিনগর গ্রামে । ঘটনাটি ঘটেছে ৬ জুন সোমবার সকাল ৭ টায় বেলডাঙ্গা মাড্ডা অঞ্চলে পাটের জমিতে। স্থানীয় বাসিন্দা সুত্রে খবর - সোমবার সকালে জমিতে কাজ করতে এসে একজন মৃত ব্যক্তির দেহ পরে থাকতে দেখে, সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় তারা। স্থানীয় বাসিন্দা আমিনুল হক বলেন -- আমরা সকালে জমিতে কাজ করতে এসে দেখি যে, একটি মৃত দেহ এখানে পরে আছে। মৃত ব্যক্তির দেহ থেকে খুব দুর্গন্ধ বের হচ্ছিল। পুলিশ সুত্রের খবর- ফনি সেখ মারা গেছে সানস্ট্রোকে হয়ে। মেয়ের বাড়ি মকরমপুর থেকে পাটের জমির আল ধরে বাড়ি ফিরছিল সে। এটা তিন দিন আগের ঘটনা । মৃত দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।


No comments:
Post a Comment