ওয়েবডেস্ক, কথাবার্তা, সামিম, বেলডাঙা, ২ এপ্রিলঃ রাস্তা-ঘাট সাফাই ও স্যানিটাইজেশন করার কাজও শুরু করলো বেলডাঙা পৌরসভা। বৃহস্পতিবার পৌরসভার রাস্তা, বাসস্ট্যান্ড, বাজার, রেলস্টেশন এলাকা সহ বিভিন্ন চত্ত্বরে ফায়াইব্রিগেডের সহায়তায় এই স্যানিটাইজের কাজ করা হয়।
এলাকাকে জীবাণু মুক্ত করার জন্য এই স্যানিটাইজ চলছে বলে জানা গেছে। পৌরসভার এই তৎপরতায় স্বস্তিতে শহরবাসী। পৌরপিতা ভরত কুমার ঝাওর বলেন, 'বেলডাঙা পৌরসভার রাস্তা, বাজার, ব্যাঙ্ক, এটিএম, মন্দির, মসজিদের সামনে ও বিভিন্ন জনবহুল এলাকায় এই স্যানিটাইজ করা হয়েছে।'
এলাকাকে জীবাণু মুক্ত করার জন্য এই স্যানিটাইজ চলছে বলে জানা গেছে। পৌরসভার এই তৎপরতায় স্বস্তিতে শহরবাসী। পৌরপিতা ভরত কুমার ঝাওর বলেন, 'বেলডাঙা পৌরসভার রাস্তা, বাজার, ব্যাঙ্ক, এটিএম, মন্দির, মসজিদের সামনে ও বিভিন্ন জনবহুল এলাকায় এই স্যানিটাইজ করা হয়েছে।'



No comments:
Post a Comment