21 September 2019

বেলডাঙায় নদীতে তলিয়ে গেল তৃতীয় শ্রেণির ছাত্রী


ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ২১ সেপ্টেম্বরঃ বেলডাঙায় বিশ্বকর্মা ঠাকুর ভাসাতে গিয়ে নদীতে তলিয়ে গেল এক পড়ুয়া। চব্বিশ ঘণ্টা পার হয়ে গেলেও নিখোঁজ দেহ। নিখোঁজের নাম আশা নন্দী (৯)। বাড়ি বেলডাঙা থানার শিবপুর এলাকায়। সে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির পড়ুয়া। নিখোঁজ পড়ুয়ার দাদা জানান, আমার ছোট বোন গত শুক্রবার বিকেলে মায়ের সঙ্গে ভাগীরথী নদীর সিজখালি ঘাটে বিশ্বকর্মা ঠাকুর ভাসাতে গিয়েছিল। সেখানেই  ডুবে যায়। চব্বিশ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো  তাকে খুঁজে পাওয়া যাইনি। আমরা প্রশাসনের কাছে সাহায্য চাইছি। প্রশাসনের তৎপরতায় দ্রুত উদ্ধার কাজ শুরু করার আর্জি জানিয়েছে নিখোঁজ ছাত্রীর পরিবার।

No comments:

Post a Comment