ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল ও ইনজামাম, বেলডাঙা, ১ আগস্টঃ বেলডাঙা ব্লক প্রশাসনের উদ্যোগে পালিত হলো সবুজ বাঁচাও কর্মসূচী। বৃহস্পতিবার বিকেল ৩ টে নাগাদ বেলডাঙা ব্লক প্রাঙ্গণে গাছ লাগিয়ে এই কর্মসূচির শুভ সূচনা করেন বেলডাঙা-১ এর বিডিও বিরুপাক্ষ মিত্র।
বৃক্ষ রোপনের পরেই মানুষকে সচেতনতা করতে পদযাত্রা করেন তিনি। পদযাত্রায় উপস্থিত ছিলেন বেলডাঙা-১ বিডিও বিরুপাক্ষ মিত্র, পঞ্চায়েত সমিতির সদস্য নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী হাসানুজ্জামান সহ বিশিষ্টরা। এদিন ব্লকের বিভিন্ন প্রান্তে প্রায় ১০০ টি গাছ লাগানো হয়। আগামিতে ব্লকের ১৩ টি গ্রাম-পঞ্চায়েতে এক লক্ষ দশ হাজার গাছ লাগানো হবে বলে জানাই ব্লক প্রশাসন।



No comments:
Post a Comment