23 August 2019

বেলডাঙ্গায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত ১


ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, দাবিরুল ও ইনজামাম, ২৩ আগস্টঃ বেলডাঙায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত একজন। নাম ফিরোজ সেখ(২৩)।বাড়ি বেলডাঙা থানার সাহেবপাড়া। ঘটনাটি ঘটে শুক্রবার বিকেল ৬টা নাগাদ বেলডাঙা হাটের তিন নম্বর গেটের সামনে ৩৪নং জাতীয় সড়কে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা বেলডাঙা প্রাথমিক স্বাস্থ কেন্দ্র নিয়ে আসলে চিকিৎসকেরা বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

1 comment: