ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ৩ আগস্টঃ বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত এক বাইক আরোহী। মৃতের নাম সুব্রত দাস(২৭)। বাড়ি বড়ুয়া কলোনী। শনিবার বিকেল ৪টা নাগাদ ঘটনাটি ঘটেছে বেলডাঙা থানা এলাকার ঝুনকা মােড় সংলগ্ন ৩৪নং জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে খবর, এদিন মোটর বাইকটি বাসটিকে ওভারটেক করতে গিয়ে চাকা স্লিপ করে পড়ে যায় এবং বাসের চাকাটি বাইক চালকের মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যায় বাইক আরোহী। ঘটনাস্থলে বেলডাঙা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।


No comments:
Post a Comment