17 August 2019

ভাবতা স্টেশন থেকে ল্যাপটপ সহ ব্যাগ উধাও, খুঁজে পেতে পুরস্কারের ঘোষণা



ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল ও ইনজামাম, বেলডাঙা, ১৭ আগস্টঃ মুর্শিদাবাদের ভাবতা স্টেশন থেকে ল্যাপটপ সহ ব্যাগ উধাও। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্ত্বরে। খুঁজে পেতে পুরস্কার ঘোষনা ব্যাগ মালিকের। সূত্রে খবর, শনিবার  সকাল ১০ টা নাগাদ স্টেশনের ২ নং প্লাটফর্মে  ল্যাপটপ সহ ব্যাগ রেখে ট্রেনের টিকিট কাটতে যায় আনিসুর রহমান। সেই সময় এক বৃদ্ধ মহিলা ওই ব্যাগটি নিয়ে পালায়। ব্যাগ মালিকের বাড়ি ভাবতা উত্তরপাড়া। ব্যাগটিতে লেনোভো কোম্পানির ল্যাপটপ সহ বেশ কিছু দরকারি কাগজ আছে বলে জানায় ব্যাগের মালিক।  ল্যাপটপ সহ ব্যাগটি যে খুঁজে দেবে তাকে পুরস্কৃত করা হবে বলে জানান তিনি। যোগাযোগ নং 9153026919/9474912744

No comments:

Post a Comment