ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, বেলডাঙা, ১২ জুলাইঃ জল সংরক্ষণ দিবস উপলক্ষে সচেতনতার পদযাত্রা করলো বেলডাঙা ব্লক প্রশাসন। শুক্রবার বিকেল ৪ টা নাগাদ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এই পদযাত্রা শুরু হয় বেলডাঙা ব্লক অফিস থেকে। শেষ হয় বেলডাঙা থানা প্রাঙ্গনে। পদযাত্রায় উপস্থিত ছিলেন বেলডাঙা-১ ব্লকের বিডিও বিরুপাক্ষ মিত্র, বেলডাঙা থানার ওসি জামালউদ্দিন মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি নজরুল ইসলাম, বেলডাঙা পৌরসভার পৌরপিতা ভরতকুমার ঝাওড় সহ বিশিষ্টরা।
এদিন পদযাত্রার শেষে সকলকে নিয়ে জল অপচয় না করার শপথ বাক্য পাঠ করেন বিডিও বিরুপাক্ষ মিত্র। তিনি জানান, 'জল অপচয় বন্ধ করার উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কোলকাতায় আজ পদযাত্রা করছেন। অনুরূপ আমরা বেলডাঙায় একটি পদযাত্রা করলাম। মানুষকে সচেতন করতে আমাদের এই পদক্ষেপ।'



No comments:
Post a Comment