ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল ও ইনজামাম, বেলডাঙা, ২৭ জুনঃ ২০১৮-১৯ বর্ষে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা চক্রের ১নং মির্জাপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয় নির্মল বিদ্যালয় পুরস্কার পাচ্ছে। আগামী শুক্রবার ২৮ জুন বিদ্যালয়ের শিক্ষকদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে বহরমপুর রবীন্দ্র সদন থেকে সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে। পুরস্কৃত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সকলেই খুশি।
সর্বশিক্ষা মিশন প্রতি বছর এই পুরস্কার দিয়ে থাকে বিদ্যালয়ের সার্বিক পরিচ্ছনা, বিশুদ্ধ পানীয় জল, সবুজায়ন, স্বাস্থসন্মত শৌচাগার, মিড-মিলের গুণগত মানোন্নয়ন, সবজি চাষ ও কৃত্রিম জলাধার খনন ইত্যাদির নিরিখে। মোট ১০০ নম্বরের মানদণ্ডে ৯১ নম্বর পেয়ে এই নির্মল বিদ্যালয় পুরস্কার পেতে চলেছে ১ নং মির্জাপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়।
মোট ২৪ শতক জমির উপর নির্মিত বিদ্যালয়টি প্রাচীর দিয়ে ঘেরা। বিদ্যালয়ের প্রবেশ পথে রয়েছে বিশ্ববাংলা লোগো যুক্ত কালো গানাইট পাথরের নির্মিত তোরণে স্টিলের টেমপ্লেট। বিদ্যালয়ের সামনে উদ্যান। উদ্যানের চারপাশে শ্রেনী কক্ষের সামনে ফুলের বাগান, ভেষজ বাগান, সবজি বাগান পাঠদানে শিক্ষার্থীদের বাড়তি আকর্ষণ বৃদ্ধি করে। বাগান জুড়ে রয়েছে দেবদারু, ঝাউ, সফেদা, কামরাঙা, মুসাস্বী লেবু, আঙুর, করমচা, সুপারি, ফায়ার বল, মানিপ্ল্যান্ট, বটলপম, বাসক, ব্রহ্মযষ্টী, ঘৃতকুমারী, নাগদমনী, তুলসীর মতো শতাধিক গাছ ও ভেষজ উদ্ভিদ। এছাড়া রয়েছে বিভিন্ন ফল ও ফুলের গাছ।
বিশুদ্ধ পানীয় জলের জন্য রয়েছে অত্যাধুনিক মোটর চালিত ফিলটার জলের ব্যবস্থা। হাত ধোয়ার জন্য রয়েছে বেসিনের ব্যবস্থা। ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আলাদা ঝাঁ চকচকে শৌচাগার। বৃষ্টির জল ধরে রাখার জন্য রয়েছে কৃত্রিম পুকুর। বিদ্যালয়ের মোট শিক্ষার্থী ৪৫৬ জন ও শিক্ষক ৯ জন। শিক্ষার্থী ও শিক্ষকদের মধুর সম্পর্ক ও সমবেত উদ্যোগে এই পুরস্কারের দৌড়গোড়ার বিদ্যালয়কে পৌঁছে দিতে পেরেছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজুল হক। এছাড়া আগামী বর্ষে শিশু মিত্র পুরস্কারের যোগ্য এই বিদ্যালয় বিবেচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।









All credit goes to u Riajulda.You are highly honored, crowned and well appreciated for each and every infrastructure and development. People have been surprised with your good deeds and works. We are also inspired ..Riajulda you are just awesome.. we are speechless ..Grant salute to All
ReplyDeleteteachers of this School. 👏✊🏼
carry on mama.amader gorbo.
ReplyDelete