ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ২ জুনঃ মুর্শিদাবাদের রেজিনগরে পথ দুর্ঘটনায় মৃত এক সাইকেল আরোহী। মৃতের নাম তিতুল ঘোষ(৪৫), বাড়ি দাদপুর গ্রামে। সাইকেলে করে বাজারে ঘুরতে আসার পথে দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে রেজিনগর থানা এলাকার দাদপুর বাগান সংলগ্ন ৩৪নং জাতীয় সড়কে।
স্থানীয় সূত্রে খবর শনিবার রাত ৮টা ৩০মিনিট নাগাদ সাইকেলে করে বাজারে ঘুরতে আসার পথে দাদপুর বাগান সংলগ্ন এলাকায় ৩৪নং জাতীয় সড়ক পার হওয়ার সময় দশ চাকা লরিতে ধাক্কা মারে তাকে। পরে স্থানীয় মানুষ বেলডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ কেন্দ্র নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। ঘাতক লরি সহ চালক পলাতক। কিছুদিন আগে মৃতের ছেলে দিবেন্দু ঘোষ(১৭) কারেন্টের শক লেগে মারা যায়। পরপর দুটি মর্মান্তিক দূর্ঘটনায় মৃত্যুতে পরিবারে ঘোর শোকের ছায়া নেমে এসেছে।



No comments:
Post a Comment