ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ১৩ জুনঃ বেলডাঙায় বাইক ও লরির সংঘর্ষে আহত ২ জন। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৯ টা নাগাদ বেলডাঙা থানা সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কে। আহতদের নাম লুতফর বিশ্বাস(৫০) ও মমিনুল বিশ্বাস(২০), বাড়ি রেজিনগর থানা এলাকার দাদপুর গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায়, সোনার দোকান থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে বহরমপুর গামী একটি লরি ব্রেক ফেল করে ধাক্কা মারার ফলে দুর্ঘটনাটি ঘটে।আহতদের আশঙ্কাজনক অবস্থায় বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ কেন্দ্র ভর্তি করা হয়েছে।


No comments:
Post a Comment