16 May 2019

মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের প্রথম মুর্শিদাবাদের ত্রিমোহিনীর ছাত্র



ওয়েবডেস্ক, কথাবার্তা,  ইনজামাম, বেলডাঙা, ১৬ মেঃ হাই মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের প্রথম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদের ত্রিমোহিনী হাই মাদ্রাসার ছাত্র সাইনুল হক। তার মোট প্রাপ্ত নম্বর থেকে ৭৭১। শতাংশের হিসাবে ৯৬.৩৮%। বিষয় ভিত্তিক তাঁর প্রাপ্ত নম্বর বাংলায় ৯০, ইংরেজিতে ৯০, অঙ্কে ৯৯, ভৌত বিজ্ঞানে ১০০, জীবন বিজ্ঞানে ৯৯, ইতিহাসে ৯৯, ভূগোলে ৯৮, ইসলাম পরিচয়ে ৯৬।  


সাইনুলের বাড়ি নওদা থানার ত্রিমোহিনী গ্রামের পূর্বপাড়া। বাবার নাম মন্তাজ সেখ, পাটকলের শ্রমিক। মায়ের নাম মিনুয়ারা বিবি। সাইনুলরা তিন ভাই, দুই বোন। সাইনুল উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশুনা করতে চাই। সাইনুলের এই সাফল্যে খুশি মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা- সহ ত্রিমোহিনী গ্রামবাসী। 

No comments:

Post a Comment