12 April 2019

ফের বেলডাঙায় নাকা চেকিংয়ে উদ্ধার প্রায় ৭ লক্ষ টাকা



ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, বেলডাঙা, ১২ এপ্রিলঃ বেলডাঙায় নাকা চেকিংয়ে উদ্ধার হল প্রায় ৭ লক্ষ টাকা।  শুক্রবার দুপুরে সারগাছি ফুলিশ ফাঁড়ির সামন ৩৪ নং জাতীয় সড়কে নাকা চেকিংয়ের দুটি ভিন্ন সরকারি বাসে ভিন্ন দুই ব্যক্তির কাছ থেকে এই টাকা উদ্ধার করে এস.এস. টিম। জানা যায়, দুপুর ১২ টা নাগাদ প্রদীপ চ্যাটার্জী নামে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ৪ লক্ষ ৬৬ হাজার টাকা। সে মালদা থেকে গোপনে টাকা নিয়ে শান্তিপুর যাচ্ছিল। তার বাড়ি শান্তিপুর। অপর জন আমির হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে দুপুর ২ টা নাগাদ প্রায় ২ লক্ষ ৯ হাজার টাকা উদ্ধার হয়। সে এদিন রঘুনাথগঞ্জ  থেকে সরকারি বাসে গোপনে টাকা নিয়ে তেহট্ট যাচ্ছিল। বাড়ি তেহট্ট নওদা পাড়া। ধৃত দুই ব্যক্তি টাকার বৈধ কাগজ না দেখাতে পারায় সেই টাকা বাজেয়াপ্ত করে প্রশাসন।  সাতদিনের মধ্যে টাকার বৈধ কাগজ দেখাতে পারলে টাকা তাদের হতে তুলে দেওয়া হবে বলে জানায় বিডিও বিরুপাক্ষ মিত্র।

No comments:

Post a Comment