ওয়েবডেস্ক, কথাবার্তা, ডোমকল, ২১ ফেব্রুয়ারিঃ  এক দিকে এশিয়া জয়, অন্য দিকে সমাজ সচেতন, ঠিক তাই, ২০১৮ তে ইন্ডিয়া বুক ওফ রেকর্ডসের পর আবারও ২০১৯ সে এশিয়াখ্যাত রাজিব আনসারী কে আবারও দেখা যাবে বিশিষ্ট সমাজ সেবী ও লেখক আব্দুল মালেক মন্ডলের গল্পে নির্মিত সমাজ সচেতন মূলক ছবি রাঙ্গা দ্য সুপারি কিলার ছবির মুখ্যম চরিত্রে।
এই ছবির ডিরেক্টর আবিদ হাসান এক বিবৃতিতে জানান যে, ছবির গল্প খুব সুন্দর,এই ছবিতে মূল যে বিষয়,সেটি খুব গুরুত্বের এবং শিক্ষনীয়। তার কারন হিসাবে ডিরেক্টর জানান যে আজকের দিনে আমাদের সমাজে অনেক ভুল বসত হোক বা দারিদ্রের চাপে পরে বা কোন অসাধু মানুষের চক্রেপরে ক্রাইম করে,এবং পরে সে তৈরি হয় ক্রিমিনাল,আর এই ক্রিমিনাল আসতে আসতে অবহেলিত লাঞ্চিত এবং মিস গাইডের ফলে অন্ধকারে জীবন যাপন করে,আর সেই জীবন কে ইতি জানিয়ে ইমোশনাল এটাক করে কিভাবে আলোর পথে নিয়ে আসা যায়, সেই মানবিক দিকটি গল্পকার আবদুল মালেক মন্ডল তুলে ধরেছেন, সেই সঙ্গে একজন সমাজসেবীর সমাজসেবার ও রাজনৈতিক বিশেষ কিছু  শিক্ষনীয় দিক গুলি তুলে ধরেছেন।
এই রাঙ্গা দ্য সুপারি কিলার  ছবিতে অভিনয় করেছেন, মুর্শিদাবাদ জেলার খ্যাতনামা নাট্যগোষ্ঠী ছান্দীক এর অভিনেতা অলোক বিশ্বাস, প্রীতেশ লাহেরী, অরুণাভ রায়,আনারুদ্দিন খাঁন, নিসা, প্রিয়াংকা, গোলাম মুস্তফা বিশ্বাস,সৈয়দ শিশ মহাম্মদ, আবুবাকার, অনুপ চক্রবর্তী,ইব্রাহীম খান প্রমুখেরা। এই সিনেমাটি মার্চের প্রথম দিকে আনুষ্ঠানিক ভাবে রিলিজ হবে। তার আগে প্রথম প্রকাশ রাঙা দ্য সুপারি কিলার ছবির অফিসিয়াল ব্যানার।
কলকাতা শরৎভবনে বিশিষ্ঠ কবি সাহিত্যিক ও সমাজসবি সৈয়দ আহাসান আলি স্মৃতি ও সংবর্ধনা অনুষ্ঠানে,এই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রাজ্য সভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য, আব্দুর রহিম খাঁন সাংবাদিক বাংলাদেশ, বি ঘোষ সাংবাদিক কলকাতা, নিসার আমিন ঝাড়খন্ড, সাংবাদিক সতীনাথ গুইন  হুগলী, অর্পিতা সরকার সঙ্গীত শিল্পী কোচবিহার, কবি গৌতম রাজোয়ার মুর্শিদাবাদ, সৈয়দ কবি আহাসান আলি স্মৃতি রক্ষা কমেটির সভাপতি রোহানগামা মীর,সম্পাদক সৈয়দ শিষ মহম্মদ, রবী মীর  সহ পরিচালক এম আর ঠান্ডা এছাড়াও ছিলেন বিশিষ্ট সমাজসেবি অমরনাথ কুন্ডু বীরভূম,লেখক আব্দুল মালেক মণ্ডল,সাংবাদিক হামীম হোসেন,কবি বিধান ঘোষ,কবি রিজেন্ডীক প্রমুখেরা।
 





 
No comments:
Post a Comment