ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ১ নভেম্বরঃ বেলডাঙায় বিজয়া সম্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিন সন্ধ্যা ৬ টা নাগাদ বেলডাঙা পৌরসভার উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বেলডাঙা নেতাজী পার্ক প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিনগর বিধায়ক রবিউল আলম চৌধুরী, নওদা বিধায়ক আবু তাহের খাঁ, কান্দি পৌরসভার পৌরপিতা অপূর্ব সরকার, বেলডাঙার পৌরসভার পৌরপিতা ভরত কুমার ঝাওর মহাশয়। এদিন বেলডাঙা পৌরপিতার অনুমতিতে সানায় বাজিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।


No comments:
Post a Comment