ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ৩০ অক্টোবরঃ বেলডাঙা হাটে আসার পথে দুর্ঘটনায় মৃত বাবা। আহত ছেলে। মৃত বাবার নাম জিয়ারুল সেখ(৩৪) ও ছেলের নাম আফতাব সেখ (১২)। বাড়ি বেলডাঙা থানার সরুলিয়া কলোনি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর ৩ টা নাগাদ রেলবাজার সংলগ্ন এলাকায়।
স্থানীরা মানুষ তাদের ২ জনকে গুরুত্বর আহত অবস্থায় পরে থাকতে দেখে বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসকেরা তাদের বহরমপুর মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। সেখানে বাবা জিয়ারুল সেখের মৃতু হয় এবং ছেলে অাফতাব সেখকে কলকাতা স্থানান্তরিত করে। সূত্রের খবর, এদিন বাবার সঙ্গে কাপড় কিনতে বেলডাঙা হাটে যাওয়ার জন্য বাইনা ধরেছিল ছেলে। তাই বাবা তাকে হাটে নিয়ে আসছিল। জানা যায়, বাড়ি থেকে বের হয়ে রেলবাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় হয়। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।


No comments:
Post a Comment