21 October 2018

শক্তিপুরে বিসর্জনের নৌকা বাইচে উপচে পড়ল জনজোয়ার



ওয়েবডেস্ক, কথাবার্তা, সেলিম সেখ, ২১ অক্টোবরঃ  শক্তিপুরে বিসর্জনের দিনে নৌকা বাইচ দেখতে উপচে পড়ল মানুষের ঢল। প্রতি বছরের মত এবছরের দশমীর দিনে অনুষ্ঠিত নৌকা বাইচ হয় ভাগীরথী নদীতে। শনিবার দশমীর দিনে পুজো উদ্যোক্তদের উদ্যোগে শক্তিপুর এলাকায় প্রায় সব দুর্গা প্রতিমা নৌকায় তোলে বাইচ করে এলাকাবাসী।


শনিবার বিকেল ৩টা নাগাদ এই বাইচ শুরু হয়, চলে সন্ধ্যা ৬টা নাগাদ। বাইচ শেষ হলে পুজো উদ্যোক্তরা প্রতিমা নিরঞ্জন করেন। শক্তিপুর পুলিশ প্রশাসন থেকে এবছর মাইক ও বাদ্যযন্ত্র ব্যবহার নিষিদ্ধ থাকায় মাইক ও বাদ্যযন্ত্র ব্যবহার খুব কম দেখা গেছে। বাইচ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রেজিনগর বিধান সভার বিধায়ক রবিউল আনম চৌধুরী, শক্তিপুর থানার ওসি পিন্টু মুখার্জি সহ এলাকার বিশিষ্টজনেরা। 

No comments:

Post a Comment