27 October 2018

রেজিনগরে ট্রেনের ধাক্কায় মৃত ১



ওয়েবডেস্ক, কথাবার্তা,  সেলিম সেখ, রেজিনগর, ২৭ অক্টোবরঃ রেজিনগরে ট্রেনের ধাক্কায় মৃত হল এক ব্যক্তির। মৃতের নাম রবীন জোয়ারদার(৫৫)। পিতা - ভুষণ জোয়ারদার। বাড়ি নওদা থানার সর্বাঙ্গপুরে। স্থানীয়রা রেল পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকাল কলেজে পাঠায়। 

ঘটনাটি ঘটেছে সকাল ৯ টা নাগাদ রেজিনগর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায়। আপ ট্রেনের ধাক্কায়(9:17am,Train Number-31767) ঘটনাটি ঘটে বলে জানা যায়। কর্মসূত্রে বহরমপুর যাওয়ার উদ্যোশে বাড়ি থেকে বের হয়ে বহরমপুর আসার পথে এই দুর্ঘটনা বলে স্থানীয় সূত্রে খবর।





No comments:

Post a Comment