08 September 2018

মুর্শিদাবাদের নৌকাডুবিতে নিখোঁজ দুই ব্যক্তির মৃত দেহ উদ্ধার



ওয়েবডেস্ক, কথাবার্তা, ডোমকল, ৮ সেপ্টেম্বর : ডোমকলের ভৈরব নদীর নৌকা ডুবিতে  নিখোঁজ তিন জনেের মধ্যে দুই জনের মৃত দেহ উদ্ধার হল শনিবার সকালে। মৃতদের নাম জহুরা বিবি (৪০), উম্মে  সালমা (৪)।


উল্লেখ্য,  জহুরা বিবি (৪০), উম্মে  সালমা (৪), আলামিন (১) -এই দুই শিশু সহ এক মহিলা মোট জন নিখোঁজ ছিল। আলামিনের খোঁজে নদীতে তল্লাশি চলাচ্ছে প্রশাসন।  

No comments:

Post a Comment