ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২৭ আগস্টঃ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষারত্ন সম্মান পাচ্ছেন মুর্শিদাবাদ জেলার দুই প্রধান শিক্ষক। নবগ্রাম থানার সিঙ্গার হাই স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মণ্ডল ও বেলডাঙা চক্রের ১৪ নং ডাঙ্গাপাড়া সাহেবপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এলিম উর রহমান এবার শিক্ষক দিবসে রাজ্য সরকারের 'শিক্ষারত্ন' সম্মান পাচ্ছেন। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে কলকাতা থেকে তাঁদের রাজ্য সরকারের তরফে এই সম্মান প্রদান করা হবে।
![]() |
| সঞ্জয় কুমার মণ্ডল |
সঞ্জয় কুমার মণ্ডল নবগ্রাম থানার সিঙ্গার হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত আছেন ২০০১ সালে থেকে, তার আগে ১৯৯০ সাল থেকে জিয়াগঞ্জের হাসানপুর রাজেশ্বরী বিদ্যাপীঠে সহকারী শিক্ষক ছিলেন। সঞ্জয় বাবুর জন্ম নবগ্রামের পলসন্ডার কাছে জলুখাঁ গ্রামে। বর্তমানে স্ত্রী ও এক মেয়েকে নিয়ে তিনি পলসন্ডাতে বসবাস করেন। তাঁর একমাত্র মেয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে এম বি এস নিয়ে পড়াশুনা করছেন।
![]() |
| সিঙ্গার হাই স্কুল |
সঞ্জয় বাবুর প্রাথমিক শিক্ষা জলুখাঁ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি অমৃতকুণ্ড কে কে বিদ্যামন্দির, অষ্টম থেকে দশম শ্রেণি নবগ্রাম হাই স্কুল, একাদশ ও দ্বাদশ শ্রেণি নবগ্রাম গুড়াপাশলা এস এস শিক্ষা নিকেতনে পড়াশুনা করেন। বাংলা অনার্স নিয়ে বহরমপুর কে এন কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রী লাভ করেন। তারপর ২৪ পরগণার বাণীপুর ট্রেনিং কলেজ থেকে পোস্ট গ্র্যাজুয়েট বেসিক ট্রেনিং শেষ করে ১৯৯০ সালে হাসানপুর রাজেশ্বরী বিদ্যাপীঠে বাংলা শিক্ষক হিসাবে যোগদান করেন। শিক্ষকতা পাশাপাশি তিনি বর্তমানে সমাজসেবা ও বিভিন্ন সমাজিক সচেতনতা কাজের সঙ্গে যুক্ত আছেন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের এই পুরস্কার প্রাপ্তির কথা শুনে আনন্দিত ও গর্বিত।
![]() |
| এলিম উর রহমান |
এলিম উর রহমান বেলডাঙা চক্রের ১৪ নং ডাঙ্গাপাড়া সাহেবপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ২০১০ সাল থেকে প্রধান শিক্ষক পদে নিযুক্ত আছেন। তার আগে ২০০৬ সাল থেকে এই বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ছিলেন। ১৯৭৮ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি ইন্ডিয়ান নেভির ডিপ্লোমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং চিপ আর্টিফিসার পদে চাকুরী করেন। তারপর ১৯৯৫ সালে সুতী-১ চক্রের আলুয়ানী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন। তিনি হরিহরপাড়া চক্রের গোপালনগর ও বেলডাঙা চক্রের কাজিসাহা প্রাথমিক বিদ্যালয়ে বেশ কয়েক বছর শিক্ষকতা করেন।
![]() |
| ডাঙ্গাপাড়া সাহেবপাড়া প্রাথমিক বিদ্যালয় |
এলিম উর সাহেবের জন্মস্থান বেলডাঙার দেবপুর গ্রামে। তাঁর প্রাথমিক শিক্ষা দেবপুর প্রাথমিক বিদ্যালয়ে, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণি দেবপুর হাই স্কুল, সপ্তম থেকে একাদশ শ্রেণি সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুলে পড়াশুনা করেন। তারপর বহরমপুর কে এন কলেজে বি এ দ্বিতীয় বর্ষে পাঠরত অবস্থায় তিনি ইন্ডিয়ান নেভির চাকুরীতে যোগদান করেন। পরবর্তীতে এক্সটার্নাল ক্যান্ডিডেট হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে বি এ পরীক্ষা দিয়ে ডিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি বেলডাঙার কলেজপাড়াতে বসবাস করেন। তাঁর এক ছেলে ও এক মেয়েও শিক্ষকতার সঙ্গে যুক্ত। তাঁর পুত্র মাসুদ উর রহমান বলেন, 'বাবার এই সাফল্যে আমরা খুব খুশি ও গর্বিত। ছেলেবেলা থেকে বাবা আমাদের যে শিক্ষা দিয়ে এসেছেন সেই শিক্ষা বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দিয়ে তিনি আজ পুরস্কৃত।'






PRT scale chhara samman prothakhan kuorun!
ReplyDeleteAmi gorbito singer high school er prapton chatro hisebe.r amader school er ato boro akta sanman prodan kora hochhe amar school er prodhan sikkhak mahasay( sanjay mondal) k......sottio ajke khub vhalo lagche...
ReplyDeleteবড়ো খবর ★★★★
ReplyDelete