ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ১ জুলাই: বেলডাঙায় বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম কামাল সেখ(৩২)। ঘটনাটি ঘটেছে বেলডাঙার কাজিসাহা পশ্চিম পাড়ায়। জানা গেছে রবিবার দুপুরে প্রবল বৃষ্টির সময় তার বাড়িতে বাজ পরে। কামাল সেখের মৃত্যু হয় ও পাশের বাড়িতে তার ছোট ভাই আহত হয়। দুজনকেই বেলডাঙার গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার কামাল সেখকে মৃত বলে ঘোষনা করেন। পরিবারে তার তিনটি ছোট ছোট মেয়ে আছে। মৃতের ছোট ভাই বেলডাঙার গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন।


রিয়েলি ভেরি স্যড ৷
ReplyDeleteআল্লাহ উনাকে জান্নাত নসীব করুন ৷