25 April 2018

বেলডাঙায় লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ১


ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২৫ এপ্রিল : বেলডাঙায় ২টি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত ১ লরি চালক। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। স্থানীয়দের চেষ্টায় প্রায় দেড় ঘন্টা ধরে উদ্ধার কাজ চলেছে। বুধবার সকাল সাড়ে ৭ টা নাগাদ ঘটনাটি ঘটেছে বেলডাঙা থানা এলাকার গঙ্গাপুর মোড়ের ৩৪ নং জাতীয় সড়কে। আহতদের বাড়ি উত্তরপ্রদেশ বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশকে বারবার খবর দিলেও ঘটনাস্থলে না আসায় স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং আহতদের উদ্ধার করে বহরমপুর মেডিকাল কলেজ হাসপাতালে পাঠায় তারা। পরে পুলিশ এসে রাস্তা অবরোধ তুলে।



No comments:

Post a Comment