ওয়েবডেস্ক, বেলডাঙা, ২৪ মার্চ : বেলডাঙা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বে আহত ২। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল ৪ টা নাগাদ মাড্ডা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রভাতকুমারী প্রাইমারী স্কুলে তৃণমূল কংগ্রেসের সমাবেশে যোগ দেওয়ার সময়। আহতদের নাম মিঞারুদ্দিন সেখ ও মানজারুল সেখ। তাদের চিকিৎসার জন্য বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। আহত মিঞারুদ্দিনের সেখের দাবি, 'সমাবেশে বেশি লোক নিয়ে আসতে পারলে পঞ্চায়েত ভোটে টিকিট পাওয়ার সম্ভবনা থাকবে। সেই লক্ষ্যে তারা বেশি সংখ্যক মিছিল করে সমাবেশে লোক নিয়ে আসছিল এদিন। মিছিল করে সমাবেশে ঢোকার সময়, আনারুল, আসরাফুল ও পোল্টুর নেতৃত্ব তাদের দলবল নিয়ে চড়াও হয় মিঞারুদ্দিন সেখ ও মানজারুল সেখের দলবলের উপর। চলে ইট বৃষ্টি।' ঘটনায় গুরুতর আহত  হয় মিঞারুদ্দিন সেখ ও মানজারুল সেখ। তাদের বেলডাঙা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। যদিও বহরমপুর সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিত মজুমদারের দাবি, 'এটি কোনও গোষ্ঠী দ্বন্দ্ব নয়। বিরোধীদের একটি চক্রান্ত মাত্র'।
 


 
No comments:
Post a Comment