ওয়েবডেস্ক, ২৯ নভেম্বর ২০১৬: বেলডাঙার কাঁপাসডাঙা গ্রাম থেকে এক বিরল প্রজাতির কচ্ছপ পাওয়া গেল। কচ্ছপটির ওজন ৪ কেজি। সকালে জমিতে চাষের কাজ করার সময় এক কৃষক জমির মধ্যে কচ্ছপটিকে দেখতে পায় এবং সেটিকে ধরে গ্রামে আনেন। গ্রামের কোন এক সুহৃদয় ব্যক্তি ফোন করে বেলডাঙা বিডিও অফিসে বিষয়টি জানালে প্রণব মণ্ডল নামে এক আধিকারিক কচ্ছপটি উদ্ধার করেন। আগামীকাল কচ্ছপটিকে জেলার মৎস্য দপ্তরের হাতে তুলে দেওয়া হবে।


No comments:
Post a Comment