14 August 2016

বেলডাঙ্গা-১ ব্লক এ কন্যাশ্রী দিবস উৎযাপন



ওয়েব ডেস্ক, ১৪ আগস্ট : সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা-১ ব্লকেও সাড়ম্বরে উৎযাপিত হলো ৩তম কন্যাশ্রী দিবস। অনুষ্ঠানের উদ্বোধন করলেন বেলডাঙ্গা-১ ব্লকের বিডিও শ্রী শুভ্রাশু মণ্ডল।  অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন বেলডাঙ্গা-১ ব্লকের সমস্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এম এস কে বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা। কন্যাশ্রী প্রকল্পতে রাজ্যে মুর্শিদাবাদ জেলা প্রথম স্থান ও জেলাতে বেলডাঙ্গা-১ ব্লক তৃতীয় স্থান ( আলাদাভাবে K1  K2  দুই প্রকল্পে ) অধিকার করেছে। নৃত্য পরিবেশন, আবৃত্তি, নাটক, বাউল সংগীত, গজল, প্রবন্ধ পাঠ ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হল। মঞ্চে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা চক্র অবর বিদ্যালয় পরিদর্শক শ্রী দীপঙ্কর কোলে, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক মোহাঃ নুরুল ইসলাম মিয়া,  বেলডাঙ্গা-১ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি আবু সঈদ-সহ বিশিষ্ট জনেরা।  
মেয়েদের শিক্ষার প্রসারে ২০১৩ সাল থেকে এ রাজ্যে কন্যাশ্রী প্রকল্প চালু হয়। পরের বছর থেকে ১৪ অগাস্ট, কন্যাশ্রী দিবস হিসেবে পালন করতে শুরু করে পশ্চিমবঙ্গ সরকার। মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়া কন্যাশ্রী-র প্রধান লক্ষ্য।
কন্যাশ্রী প্রকল্পে দুইধরনের আর্থিক সুবিধা দেওয়া হয়- ক) K1:- বার্ষিক বৃত্তির পরিমাণ ৭৫০ টাকা (১৩ থেকে ১৮ বছর বয়সী অবিবাহিত মেয়েদের), খ) K2 :- এককালীন বৃত্তির পরিমান ২৫,০০০ টাকা (অনুর্ধ ১৯ এবং ১৮ বছর অতিক্রান্ত অবিবাহিত মেয়েদের)। উল্লেখ্য কন্যাশ্রী প্রকল্প দেশ তথা বিদেশে দারুণ প্রশংসা অর্জন করেছে। 


No comments:

Post a Comment