ওয়েব ডেস্ক, ১৮ আগস্ট : নদীয়া জেলার তেহট্ট থানার কানাইনগর হাই মাদ্রাসার দ্বাদশ শ্রেণির ছাত্রী আয়েসা খাতুনের মুখ অ্যাসিড মেরে পুড়িয়ে দিল ১৮ বছরের এক যুবক। ঘটনাটি ঘটেছে আজ ১৮ আগস্ট বেলা ২ টোর সময়। আয়েসা খাতুনের বাড়ি মুর্শিদাবাদের নওদা থানার চাঁদপুর পঞ্চায়েতের এলামনগর গ্রামে। পিতার নাম ইয়ানুস সেখ। আয়েসা বান্ধবীর সঙ্গে স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে প্রধানের সার্টিফিকেট আনতে যাচ্ছিল দুপুরে। এমন সময় ডোমকলের জিতপুর গ্রামের রাজেশ সেখ ওরফে আতিবুল পঞ্চায়েত অফিসের সামনে তার মুখে অ্যাসিড মারে। মেয়েটিকে চিকিৎসার জন্য আমতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। নওদার থানার পুলিশ ছেলেটিকে গ্রেপ্তার করেছে। একবছর আগে ছেলেটির সঙ্গে ফোনে পরিচয় হয় মেয়েটির এবং সেই সূত্রে দুজনে মধ্যে প্রেম গড়ে ওঠে। বর্তমানে ছেলেটি মেয়েটিকে বিয়ে করতে চাইলে মেয়েটি অস্বীকার করে।


No comments:
Post a Comment