01 July 2016

প্রাথমিকের ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ


বেলডাঙ্গা চক্রের ৪০নং নওপুকুরিয়া নূতনপাড়া প্রাথমিক বিদ্যালয় বরাবরই একটু ব্যতিক্রমী স্কুল । শুধু শ্রেণিভিত্তিক পঠনপাঠনই নয়, সহপাঠক্রমিক নানা কাজকর্মে এই বিদ্যালয় অনেক সুনাম অর্জন করেছে । বিদ্যালয়ে ব্রতচারী প্রশিক্ষণ, আঁকার ক্লাস, ড্রিল-মার্চের ব্যবস্থা ইত্যাদি কাজ তারা ইতোমধ্যেই করে দেখিয়েছে । বিভিন্ন কাজের জন্য এই বিদ্যালয় বেশ কিছু সরকারি পুরস্কারও পেয়েছে ।  সম্প্রতি তারা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করেছিল । লালবাগের মোতিঝিল পার্কে ৬২ জন ছাত্রছাত্রীকে নিয়ে নওপুকুরিয়া নূতনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৫ জন শিক্ষক বেড়িয়ে এলেন ২৮ জুন ২০১৬ মঙ্গলবার ।  শিক্ষক বিশ্বজিৎ দত্ত জানালেন, অতি সাধারণ ও গরীব ঘরের ছেলে মেয়েদের স্বপ্ন ছিল মোতিঝিল ও হাজারদুয়ারী দেখার । কিন্তু সামর্থ ছিল না । তাই তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা এই আয়োজন করলাম । মোতিঝিল পার্কে ভীষণ আনন্দ করল ছোটছোট ছেলেমেয়েরা । আর আমরাও বন্ধুর মতো তাদের সঙ্গ দিলাম । এই ভ্রমণে হাজারদুয়ারী প্যালেস, ইমামবাড়া ও কাঠগোলা প্যালেস ইত্যাদির ইতিহাসের সাথে বাচ্চাদের পরিচয় ঘটে । এককথায় সরাটা দিন সকলেই উপভোগ করে এক আনাবিল তৃপ্তির আনন্দময় দিন ।



No comments:

Post a Comment