03 July 2016

খুশির ঈদের নতুন বস্ত্র বিতরণ বেলডাঙ্গাতে


ঈদে নতুন পোশাক কিনে পরতে চায় সকলেই। কিন্তু  সকলের আবার পোশাক কেনার সামর্থ্য নেই। বেলডাঙ্গার ভাবতা শঙ্করপাড়া গ্রামের অধিকাংশ মানুষ দীনদরিদ্র পর্যায়ের। দিন আনে দিন খায়। নতুন পোশাক কেনার মতো টাকার জমানোর উপায় তাদের নেই। এই রকম অনাথ, দুঃস্থ, বিধাবা, বিকলাঙ্গ, দরিদ্র ১০০ জন মানুষের হাতে পবিত্র রমজান মাসে বস্ত্র তুলে দিল শঙ্করপাড়া এডুকেশন্যাল এণ্ড সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি। ৩ জুলাই বিকাল ৪ টার সময় শঙ্করপাড়া প্রাথমিক বিদ্যালয়ে  বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার দুই রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মহম্মদ সেলিম ও মোহাঃ নুরুল ইসলাম মিয়া এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। শঙ্করপাড়া এডুকেশন্যাল এণ্ড সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি-র সম্পাদক সাদিক ইকবাল বলেন-- বস্ত্র বিতরণের মাধ্যমে আমাদের প্রথম পথ চলা শুরু হল। আগামীতে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা শিবির, দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বিনা পয়সায় পাঠ্যপুস্তক বিতরণ এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্যোগ নেব। 

No comments:

Post a Comment