ধারালো অস্ত্র দিয়ে
কুপিয়ে খুন করা হয় বেলডাঙ্গার এক সিভিক ভলেন্টিয়ারকে। ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গার থানার
মহুলা গ্রামের খিদিরপুর মাঠে। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম মইনদ্দিন সেখ (২৬)। পিতা
মানিজুল সেখ। গত শুক্রবার রাতে মহুলার খিদিরপুর মাঠে রক্তাক্ত অবস্থায় একটি দেহ পড়ে থাকতে
দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। তার পেটে এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত
হয়েছে। ঘটনাস্থল থেকে মৃতের দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
মইনদ্দিন
সেখ বাস করত বেলডাঙ্গা থানার মহুলা গ্রামে। গ্রামের ভাল ছেলে বলেই পরিচিত ছিল মইনদ্দিন।
সে বেলডাঙ্গা থানায় সিভিক ভলেন্টিয়ারের কাজ করত।
তার বিয়ে হয়েছিল বছর তিনেক আগে। বর্তমানে তার বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা এবং স্ত্রীসহ
২ বছরের একটি ছেলে এবং ১ বছরের একটি মেয়ে আছে। মৃতের পরিবারের লোক জানিয়েছেন, কে বা
কারা মেরেছে, কেন মেরেছে আমরা জানিনা। মইনদ্দিন ছিল আমদের পরিবারের সম্বল। ও নেই এবার
আমরা কাকে নিয়ে বাঁচব ? পুলিশ জানিয়েছেন, মৃত দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কে বা কারা খুন করেছে সে বিষয়ে তদন্ত চলছে।


No comments:
Post a Comment