মোঃ দাবিরুল
ইসলাম, বেলডাঙ্গা, ২৫ মে : বেলডাঙ্গায়
ঘূর্ণিঝড়ে আহত হলেন ২৫ জন। এদের মধ্যে ৩
জনকে গুরুতর আহত অবস্থায় স্থানান্তরিত করা হয় বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
ঘটনাটি ঘটেছে ২৫ মে বুধবার দুপুর ১ টার সময়। এই দিন দুপুরে হঠাৎ ঘূর্ণি ঝড় শুরু
হয়। এই ঘূর্ণিঝড়ে সব থেকে ক্ষয়ক্ষতি হয়েছে দেবকুন্ড গ্রামের। অনেক ঘরবাড়ি ও
গাছপালা ক্ষতিগ্রস্থ হয়েছে। আহতদের বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের এক আধিকারিক বলেন–
‘ঝড় থামার কিছুক্ষণের মধ্যে প্রায় ২৫ জন আহত রোগী হাসপাতালে আসে। এদের মধ্যে সান্তা বিবি(২৭),
আলিফা বিবি(৪২), রবীন্দ্র পালকে (৩২) গুরুতর আহত অবস্থায় বহরমপুর মেডিক্যাল কলেজ
হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়।’ স্থানীয় সূত্রে জানা গেছে ভয়াবহ ঘূর্ণি ঝড়ের
ফলেই এই দুর্ঘটনা।


Good information.. best wishes for this new epaper
ReplyDelete.
ReplyDeletearo update khobor chay..
ReplyDeletearo update khobor chay..
ReplyDelete