07 May 2016

ঝুনকা-মহেশপুর রাস্তার বেহাল দশা



           মনিরুদ্দিন খান ।।  মহেশপুর শিবমন্দির থেকে ঝুনকা গ্রামের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বিশেষভাবে বর্ষার সময় রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ে। এই রাস্তার পাশে মহেশপুর হিন্দুপাড়া শিশু শিক্ষাকেন্দ্র, ঝুনকা হাই মাদ্রাসা, ঝুনকা হাই মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় ও ভাবতা ২ নং পঞ্চায়েত অফিস অবস্থিত। সুতরাং স্থানীয় মহেশপুর, বটতলা, রামেশ্বরপুর, সুজাপুর, তাতলাপাড়া ইত্যাদি গ্রাম থেকে অজস্র ছাত্রছাত্রী, বাইরে থেকে আসা শিক্ষক-শিক্ষিকা  ও সাধারণ মানুষকে দৈনন্দিন এই রাস্তা ব্যবহার করতে হয়। সারা বছর কষ্ট করে চলাচল করলেও বর্ষায় ভোগান্তি চরমে ওঠে।
             রাস্তাটির কিছু অংশ ভাবতা ১নং গ্রাম পঞ্চায়েত ও কিছু অংশ ভাবতা ২নং গ্রাম পঞ্চায়েতের অধীন। দুই পঞ্চায়েতের গা-ছাড়া মানসিকতায় রাস্তাটির "ভাগের মা গঙ্গা পায় না "অবস্থা। রাস্তার পাশে কোনো ড্রেন না থাকায় মহেশপুর গ্রামের ভিতরে বহু বাড়ির জল এসে রাস্তায় জমা হয়। কিছুটা অংশে কাঁচা রাস্তার পাশে কাঁচা নালা ও পুকুর আছে কিন্তু কোনো গার্ড ওয়াল নেই।  ফলে রাস্তা ভেঙ্গে নালা ও পুকুরের গর্ভে চলে গিয়েছে। 

          এলাকার অতি গুরুত্বপূর্ণ এই রাস্তাটির প্রতি এখনি নজর না দিলে আগামী বর্ষায় ছাত্রছাত্রী ও সাধারণ পথচারীদের দুর্ভোগের অন্ত থাকবে না।


No comments:

Post a Comment