ওয়েবডেস্ক, কথাবার্তা, মধু মন্ডল, সাগরদিঘী, ১৪ ডিসেম্বরঃ সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাষ্ট ও সাগরদিঘী হাসপাতাল স্বাস্থ্যকর্মীদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল "স্বচ্ছ ভারত অভিযান" ও "কায়াকল্প" কর্মসূচি। সাগরদিঘী হাসপাতাল চত্বরে পড়ে থাকা আবর্জনা সাফাই অভিযান চালিয়ে আজ সাগরদিঘী এলাকাবাসির কাছে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র গুলোকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার এক বার্তা পৌঁছে দিল এই ট্রাস্ট।


No comments:
Post a Comment