ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ৩ মেঃ রমজান মাসে কর্মহীন দুস্থ পরিবারের হাতে খাবার সামগ্রী তুলে দিল বেলডাঙার শঙ্করপাড়া এডুকেশন্যাল এন্ড সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি। রবিবার বিকেল ৪ টা নাগাদ শঙ্করপাড়া মাঝপাড়া থেকে ১৩০ জন অসহায় দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বেলডাঙা-১ ব্লকের বিডিও বিরূপাক্ষ মিত্র, বেলডাঙা থানার ওসি জামালউদ্দিন সহ বিশিষ্টরা।
এদিন প্রতি পরিবার পিছু ২.৫ কেজি আলু, ১.৫ কেজি পিয়াজ, ৫০০ গ্রাম মসুর ডাল, ৫০০ গ্রাম সরিষার তেল, ৫০০ গ্রাম ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি মুড়ি, ৫০০ গ্রাম লবন, ২০০ গ্রাম সূজি ও একটি সাবান দেওয়া হয়। সোসাইটির সম্পাদক সাদিক ইকবাল জানান, "পবিত্র রমজান মাসের নবম-তম রোজার দিন আমরা লকডাউনের ফলে কিছু কর্মহীন দুস্থ মানুষের পাশে দাঁড়ালাম। দুঃসময়ে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।" রমজান মাসে এই খাবার পেয়ে খুশি এলাকাবাসী।



No comments:
Post a Comment