ওয়েবডেস্ক, কথাবার্তা, আমতলা, ২৭ জানুয়ারিঃ নওদা থানার আমতলায় 'সুভাষ বইমেলা'র রবিবার দ্বিতীয় দিনে বেলা ৩ টেয় অনুষ্ঠিত হল কবি সম্মেলন। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন প্রায় ৫০ জন কবি। কবিদের বরণ করে নেন নওদা থানার ওসি মৃণাল সিনহা।
কবিতা পাঠে অংশ নেন সৈয়দ খালেদ নৌমান, সন্দীপ বিশ্বাস, অভিজিৎ রায়, রাজকুমার শেখ, দীননাথ মণ্ডল, সৈয়দ শীষমহাম্মদ, সামিম আক্তার খান, সইদুল ইসলাম, আব্দুস সামাদ, সুশান্ত বিশ্বাস প্রমুখ। উল্লেখ্য, এই মেলা শুরু হয়েছে ২৬ জানুয়ারি, চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।এদিন প্রকাশিত হয় কবি সৈয়দ শীষমহাম্মদ সম্পাদিত 'নবারুন' পত্রিকার বইমেলা সংখ্যা।
কবিতা পাঠে অংশ নেন সৈয়দ খালেদ নৌমান, সন্দীপ বিশ্বাস, অভিজিৎ রায়, রাজকুমার শেখ, দীননাথ মণ্ডল, সৈয়দ শীষমহাম্মদ, সামিম আক্তার খান, সইদুল ইসলাম, আব্দুস সামাদ, সুশান্ত বিশ্বাস প্রমুখ। উল্লেখ্য, এই মেলা শুরু হয়েছে ২৬ জানুয়ারি, চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।এদিন প্রকাশিত হয় কবি সৈয়দ শীষমহাম্মদ সম্পাদিত 'নবারুন' পত্রিকার বইমেলা সংখ্যা।



No comments:
Post a Comment