শান্তনু দাস(পুরুলিয়া): পুরুলিয়া জেলার মানবাজার ২ নং ব্লক ও পঞ্চায়েত সমিতির পরিচালনায় তপসীল উপজাতি বিষয়ক মন্ত্রকের আর্থিক সহায়তায় ও পুরুলিয়া জেলা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে ১৫ জুলাই মুরগাডি ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল আদিবাসী উৎসব। সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী শান্তিরাম মাহাতো, বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন, তৃণমূলের পুরুলিয়া জেলা কোর কমিটির সদস্য নবেন্দু মাহালি, জেলা নেত্রী নিয়তি মাহাতো ও আরো অনেকেই।
এই অনুষ্ঠানের মুল উদ্দেশ্য হল আদিবাসী সম্প্রদায় মানুষের মান উন্নয়ন সহ আর্থিক সহায়তা।


No comments:
Post a Comment