ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ১৬ মার্চঃ এক দিনের ডে-নাইট ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল রবিবার বেলডাঙার মানিকনগরে। মানিকনগর প্রগতি সংঘের পরিচালনায় এই টুর্নামেন্টে নদিয়া ও মুর্শিদাবাদ জেলার মোট ১১ টি টিম অংশ গ্রহণ করে। বহরমপুর মা জুয়েলার্স বনাম আমতলা ভাতৃ সংঘের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ।
বহরমপুর মা জুয়েলার্স ২-০ তে জয় লাভ করে। বিজয়ী দলকে নগদ পাঁচ হাজার ও ট্রফি এবং রানার্স দলকে চার টাকা ও ট্রফি প্রদান করা হয়। এই টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা মিলটন চক্রবর্তী বলেন, 'নতুন প্রজন্মকে মাঠমুখো করাই আমাদের লক্ষ্য।' এই খেলাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।



No comments:
Post a Comment