16 March 2020

করোনা আতঙ্কের জেরে বন্ধ বেলডাঙা হাট


ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ১৬ মার্চঃ করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছে সারা বিশ্ব। ভারত জুড়ে অবলম্বন করা হয়েছে বিভিন্ন সতর্কতা। সরকারের পক্ষ থেকে ভিড় ও জমায়েত না করা নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের সুপরামর্শ ও জনগণের স্বার্থে এবারে বেলডাঙা হাট বন্ধের নির্দেশ জারি করল বেলডাঙা মেসাস দেবকুন্ডু স্টেট হাট কর্তৃপক্ষ। তারা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে - "বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাস থেকে মানুষকে বাঁচানোর স্বার্থে এবং সরকারের সুপরামর্শ আগামী ১৬/০৩/২০২০ সোমবার রাত্রি হইতে ১৭/০৩/২০২০ মঙ্গলবার হাট বন্ধ থাকিবে।"
সোমবার সন্ধ্যা থেকে শুরু হয় এই হাট, মঙ্গলবার বিকেল পর্যন্ত চলে।  প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। হাটের ভিড় থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকেই। তাই সোমবার (সন্ধ্যায়) ও মঙ্গলবার এই হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


No comments:

Post a Comment