20 July 2019

সারগাছি চক্রে পালিত হলো বনমহোৎসব



ওয়েবডেস্ক, কথাবার্তা, সারগাছি, ২০ জুলাইঃ বনমহোৎসব পালিত হলো সারগাছি চক্রের ৬৬টি বিদ্যালয়ে। চক্র কার্যালয়ের পক্ষ থেকে প্রতি বিদ্যালয়ে আগে থেকে গাছ বিতরণ করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয় গাছ নিয়ে। প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কার হিসাবে গাছ দেওয়া হয়। চক্রের বিদ্যালয় গুলিকে উ‍ৎসাহ দিতে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক পূরবী বিশ্বাস দে, সহকারী জেলা বিদ্যালয় পরিদর্শক অভীক হাজরা, অবর বিদ্যালয় পরিদর্শক অমৃতা বিশ্বাস ও অমিত চক্রবর্তী সহ বিশিষ্ট জন।




No comments:

Post a Comment