ওয়েবডেস্ক, কথাবার্তা, বহরমপুর, ১৫ জুলাইঃ ফটোগ্রাফিক সোসাইটি অফ মুর্শিদাবাদের উদ্যোগে ও ফটোগ্রাফিক এসোসিয়েশন অফ দমদমের সহযোগিতায় এক বছরের একটি ফটোগ্রাফিক কোর্স এর শুভ উদ্বোধন হলো বহরমপুর খাগড়া গুরুদাস তারা সুন্দরী ইন্সটিটিউশনে। এটি মুর্শিদাবাদ জেলা তথা বহরমপুর শহরে এই প্রথম। ক্যামেরা অনেকেই কেনে ছবিও তোলে, কিন্তু কোন ছবিটা ছবি আর কোনটা ছবি নয়, অথবা কিভাবে তুললে সেটি আরো ভালো হতো সে ব্যাপারে ধারনা বহু জনেরই থাকে না, তাই সঠিক ভাবে ক্যামেরার ব্যবহার - আলোর ব্যবহার ও সঠিক ভাবে ছবি তোলা শেখানোর উদ্দেশ্য নিয়েই এই অভিনব উদ্যোগ।
বিশেষত কলকাতার বাইরে এই শিক্ষা নেওয়ার প্রতিষ্ঠানগত অভাব রয়েছে, তাই শিক্ষার সুযোগ করে দিতে ফটোগ্রাফিক এসোসিয়েশন অফ দমদম ও ফটোগ্রাফিক সোসাইটি অফ মুর্শিদাবাদ এর যৌথ উদ্যোগে শুরু হলো এই সার্টিফিকেট কোর্স। রবিবার এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ডঃ অভিজিৎ বিশ্বাস, প্রিন্সিপাল - গভঃ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি, বহরমপুর।উপস্থিত ছিলেন ডঃ অভয় নাথ গাঙ্গুলি, প্রেসিডেন্ট - ফটোগ্রাফিক এসোসিয়েশন অফ দমদম; প্রফেসর শ্রী বিশ্বতোষ সেনগুপ্ত - যুগ্ম সম্পাদক ফটোগ্রাফিক এসোসিয়েশন অফ দমদম; ডঃ সন্দীপ দাস গুপ্ত - প্রধান শিক্ষক - খাগড়া গুরুদাস তারা সুন্দরী ইন্সটিটিউশন, সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই কোর্সের উদ্যোক্তা তথা সংস্থার সম্পাদক শিবু ভূষণ দাস জানান, হাতে কলমে ছবি তোলা শেখানো ও ফটোগ্রাফির নানান ব্যাবহারিক দিকে বিশেষ জোর দেওয়া হবে।



No comments:
Post a Comment