27 June 2019

বেলডাঙ্গায় টুকটুকের চাকা খুলে গুরুতর আহত ২



ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ২৭ জুনঃ বেলডাঙ্গায় টুকটুকের চাকা খুলে পথ দুর্ঘটনায় গুরুতর আহত ২ জন। বৃহস্পতিবার ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানা এলাকার হরেকনগর এ.বি.এম ব্রিক ফিল্ড সংলগ্ন বেলডাঙ্গা আমতলা রাজ্য সড়কে। স্থানীয় সূত্রে জানা যায়, টুকটুক চালক বেগুনবাড়ির মোড় থেকে দুজন মহিলাকে বেলডাঙ্গা নিয়ে আসছিল। পথে হঠাৎ চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবাতে গিয়ে পড়ে টুকটুকটি। চালকের কোন ক্ষতি না হলেও দুজন টুকটুক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


No comments:

Post a Comment