ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল ও ইনজামাম, বেলডাঙা, ২৪ জুনঃ মুর্শিদাবাদের বেলডাঙা এসআরএফ কলেজ অনুমোদন পেল নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (BDP) কোর্স। চলতি বছরে রাজ্যে এই মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন যে চারটি কলেজ স্টাডি সেন্টারের অনুমোদন পায় তার মধ্যে বেলডাঙা এসআরএফ কলেজ অন্যতম।
স্নাতক কোর্সে (BDP) আর্টস ও কমার্স বিভাগে- বাংলা, ইংরাজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, শিক্ষাবিজ্ঞান, Sociology, Public Administration বিষয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এই BDP কোর্সে ভর্তির জন্য অনলাইনে ফর্ম ফিলাপ চলবে ১২ জুলাই পর্যন্ত।
উল্লেখ্য, ২০১৬ সালে এই কলেজেই NSOU এর অধীনে শুরু হয় স্নাতকোত্তর (PG) কোর্সের বাংলা, ইংরাজি, ইতিহাস, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, MSW, BLIS, MLIS। PG কোর্সেও ভর্তি জন্য অনলাইনে ফর্ম ফিলাপ চলবে জুলাই মাসে বলে জানা যায়। বেলডাঙা এসআরএফ কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপিকা সুজাতা মুখ্যোপাধ্যায় জানান, 'দীর্ঘ পাঁচ বছরের চেষ্টার ফল এই 'বিডিপি'কোর্স। আমাদের কলেজে ২০১৬ সাল থেকেই নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পোষ্ট গ্যাজুয়েট কোর্স শুরু হয়। এবছর আমরা স্নাতক (BDP) কোর্সে আর্টস ও কমার্স বিভাগ শুরু করলাম। আগামী দিনে স্নাতক কোর্সে সায়েন্স ও ভোকেশনাল কোর্স চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।'




No comments:
Post a Comment