ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, বেলডাঙা, ১০ এপ্রিলঃ বেলডাঙায় চোলায় মদের ভাটি উচ্ছেদ অভিযান চালায় এফএসটি ও পুলিশ। বুধবার বিকেল ৩ টে নাগাদ বেলডাঙা থানার ভাদূর এলাকায় অবৈধ মদের ভাটিগুলিতে ফ্লাইং স্কোয়াড টিম ও পুলিশ গোপনে অভিযান চালায়। উদ্ধার করে প্রচুর চোলায় মদ। সূত্রের খবর, বেশ কিছুদিন থেকেই খবর ছিল এই এলাকায় গোপনে অবৈধ ভাবে চোলায় মদের কারবার চলছিল। অভীষ্ট হয়ে উঠছিল এলাকাবাসী। ধীরে ধীরে চোলায় মদ গ্রাস করছিল এলাকার যুবকদের।
বেলডাঙা-১ ব্লকের বিডিও বিরুপাক্ষ মিত্র খবর পেয়েই পুলিশের সহযোগিতায় এফএসটি নিয়ে তল্লাশি চালায় এলাকায়। উদ্ধার করা হয় প্রচুর চোলায় মদ। তবে চোলায় মদের কারবারিরা পলাতক। এই অভিযানে খুশি এলাকাবাসী। বেলডাঙা-১ বিডিও বিরুপাক্ষ মিত্র জানাই, 'দুইদিন আগেই আমি খবর পায় বেশ কিছু এলাকায় অবৈধ ভাবে মদের ব্যবসা চলছে। আমরা ফ্লাইং স্কোয়াড টিম নিয়ে সেই সব এলাকাগুলিতে অভিযান শুরু করেছি। আজ এই অভিযানের প্রথম দিনেই প্রচুর চোলায় মদ ও দেশি মদ উদ্ধার হয়।'



No comments:
Post a Comment