09 April 2019

ব্যবসায়ীদের হয়রানি থেকে বাঁচাতে বেলডাঙা হাটে সচেতনতার প্রচার



ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, বেলডাঙা, ৯ এপ্রিলঃ বেলডাঙায় ঐতিহাসিক হাটে জনগণদের মধ্যে সচেতনতা বাড়াতে ময়দানে বেলডাঙা ১ বিডিও বিরুপাক্ষ মিত্র। মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ বিডিও বিরুপাক্ষ মিত্র,   ইলেকশন ওসি সন্ন্যাসী দাস ও ব্লক আধিকারিকগন বেলডাঙা হাটে এসে সচেতনতার কর্মসূচী গ্রহণ করেন। এদিন হাটে মূলত ব্যবসায়িকদের নগদ অর্থের বৈধ কাগজপত্র সঙ্গে রাখার সচেতন করেন ব্লক প্রশাসন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে এই হাটে ব্যবসা করতে আসেন ব্যবসায়িকরা। ইলেকশন কমিশনের নির্দেশিকা অনুযায়ী বৈধ কাগজপত্র ছাড়া নগদ ৫০ হাজার টাকার বেশি সঙ্গে নিয়ে যেতে পারবে না। ফলে অনেক ব্যবসায়ীক অজান্তেই চলার পথে বিপদে পড়ছেন।  এই বিপদ কে এড়িয়ে যেতে তাদের সঙ্গে বৈধ কাগজপত্র রাখার অনুরোধ জানাই বিডিও বিরুপাক্ষ মিত্র ও ইলেকশন ওসি সন্ন্যাসী দাস।

জেলার বিভন্ন ব্লকের সঙ্গে পাল্লা দিয়ে বেলডাঙা-১ ব্লকে চলতি মাসে আট দিনের নাকা চেকিংয়ে চার জনের কাছ থেকে  উদ্ধার হয় প্রায় ১১ লাখ টাকা। একজনের কাছ থেকে প্রায় সাড়ে ছয় কিলো গাঁজা। আরও একজনের কাছ থেকে প্রায় সাত কিলো রুপো উদ্ধার হয়। তাদের প্রত্যেকের কাছে বৈধ কাগজ না থাকায় রুপো ও গাঁজা সহ সেই টাকা বাজেয়াপ্ত করা হয়। তবে  তারা সাতদিনের মধ্যে সেই টাকার বৈধ কাগজ দেখাতে পারলে  টাকা তাদের ফেরত দেওয়া হবে বলে জানাই প্রশাসন।

No comments:

Post a Comment