ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, বেলডাঙা, মুর্শিদাবাদ, ২৮ জানুয়ারিঃ পুলিশি তৎপরতায় ভয়াবহ আগুনের হাত থেকে রক্ষা পেল বেলডাঙার একটি কাঠ মিল। সোমবার ভোরে থানায় খবর আসে বেলডাঙা স্টেশন রোডের একটি কাঠমিলের সামনে পরে থাকা একটি কাঠের স্তুপে আগুন লেগে যায়। খবর পাওয়ার সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। খবর দেয় দমকলে।
ভয় ছিল পাশে পড়ে থাকা বাকি কাঠের স্তুপে আগুন লেগে না যায়। যার বাজার মূল্য প্রায় ১ কোটির কাছে। প্রাথমিক ভাবে পুলিশ বালতিতে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে দমকল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের ভূমিকায় খুশি বেলডাঙাবাসী। তবে কে বা কারা আগুন লাগালো পুলিশ সে বিষয়ে তদন্তে নেমেছে। কাঠ ব্যবসায়ী ইউনিয়নের সহ-সম্পাদক আরফাত আলী বলেন, 'এই রকম ঘটনায় বেলডাঙায় প্রথম। আজকে যদি পুলিশ প্রশাসন পাশে না থাকতো তাহলে বড় সড় দুর্ঘটনা হয় যেত। প্রায় ১ কোটির টাকার ওপর কাঠ পুড়ে যেত। এর জন্য আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। আর আমারা চাই পুলিশ এবিষয়ে সঠিক তদন্ত করুক ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক।'



No comments:
Post a Comment